top of page

সাইয়োনি একটি ম্যাচমেকিং প্ল্যাটফর্ম, যেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা শিক্ষিত, মার্জিত এবং আধুনিক বাংলাদেশী পরিবারদের ম্যাচমেকিং সার্ভিস অফার করা হয়, অর্থাৎ তাদেরকে পছন্দনীয় লাইফ পার্টনার খুঁজে পেতে হেল্প করা হয়। 

Wedding Decorations

শুরু হল যেভাবে

এখনও বাংলাদেশের প্রায় ৭০% এর বেশি মানুষ বিয়ের সময় "এরেঞ্জড ম্যারেজ" বা পারিবারিক ভাবে সিদ্ধান্ত নিয়ে বিয়ে করতে পছন্দ করেন। শিক্ষিত পরিবারের মানুষেরা সাধারণত আত্মীয় কিংবা সামাজিক ভাবে পরিচিতদের মাধ্যমে ছেলেমেয়ের জন্য লাইফ পার্টনার খুঁজতে চান। কিন্তু এখনকার আত্মকেন্দ্রিক নাগরিক বাস্তবতায়, পরিচিতদের মাধ্যমে খুব বেশি প্রস্তাব পাওয়া যায়না। । এরপরই মাথায় আসে ঘটক কিংবা ম্যারেজ মিডিয়ার চিন্তা। সেখানে ভিন্ন রকমের তিক্ততার স্বাদ পাওয়া যায়। বেশিরভাগ ঘটক বা ম্যারেজ মিডিয়া উচ্চশিক্ষিত না, এবং এর প্রভাব পড়ে তাদের কথা এবং কাজে। মানুষের আবেগকে পুঁজি করে তারা অনেক টাকা রেজিস্ট্রেশন ফি নেন, এবং ফি নেয়ার আগ পর্যন্ত অনেক আন্তরিকতা দেখান, কিন্তু এরপর তাদের আচরণ বদলে যায় খুব দ্রুত । নামকাওয়াস্তে কিছু প্রোফাইল দিয়েই যোগাযোগ কমিয়ে দেন, অনেকে আবার টাকা নেয়ার পর ক্লায়েন্টের ফোন নাম্বার ব্লক করে দেন। এভাবে বহু মানুষ হারিয়েছেন লাখখানেক টাকা, কিন্তু উপকার পাননি কোন। আবার আরেক শ্রেণীর ঘটক/মিডিয়া বানোয়াট প্রোফাইল নিয়ে ঘুরে বেড়ান। তার কাছে থাকা বেশিরভাগ প্রোফাইল ই বিভিন্ন জায়গা থেকে যোগাড় করা এবং প্রয়োজনের সময় তারা যোগাযোগ করিয়ে দিতে পারেন না। সবশেষে, যারা মোটামুটি সফল হন কিছু মানুষকে বিয়ে দিতে, তারা বিরাট অংকের টাকা দাবী করে বসেন।

সাইয়োনির প্রতিষ্ঠাতা তানভীর রহমান নিজের বিয়ের সময় বিভিন্ন ঘটক এবং মিডিয়ার কাছে প্রতারিত হয়েছেন কয়েকবার। পরিচিত অনেক কে দেখেছেন একিরকম অভিজ্ঞতার সম্মুখীন হতে। এধরণের অভিজ্ঞতা যেন অন্য কারো না হয়, সেই আদর্শিক ভাবনা থেকে সৃষ্টি করেন সাইয়োনি। ​সাইয়োনি শুধুই একটি ম্যাচমেকিং প্ল্যাটফর্ম না, সাইয়োনির উদ্দেশ্য ঘটকালির নামে যারা মানুষকে হয়রানি করছে, তাদের হাত থেকে পরিত্রাণ দেয়া। অ্যারেঞ্জড ম্যারেজ করতে আসা প্রতিটি মানুষ যেন তার পছন্দের লাইফ পার্টনার খুঁজে পায় তা নিশ্চিত করা। 

সাইয়োনির স্বপ্ন, ২০২৫ সালের মধ্যে এরেঞ্জড ম্যারেজের জন্য বাংলাদেশের সব শিক্ষিত এবং আধুনিক পরিবারদের ভরসার প্রতিষ্ঠান হওয়া।​আর, আগামী ৩ বছরের মাঝে পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা সব শিক্ষিত, আধুনিক বাংলাদেশী পরিবারদের আমাদের প্ল্যাটফর্মে নিয়ে আসা। 

a48486d0-341d-4d32-af61-079f76ffed54_edi
bottom of page